Sunday, September 5, 2010

নির্লজ্জ
হটাৎ করে হাতছানি ডাক ,
মুখের উপুর মুখের ঝলক।
ভর দুপুরে হারিয়ে গেলাম,
খুব চেনা এক গন্ধ পেলাম।
কোন দেশের এক পাগলি তুই ?
চোখ চামড়ার বালাই নেই?
বলতে বলতে আবার চুপ,
সুর্য দিলো আবার ডুব।


আবার তো সেই লোকের মাঝে ,
মুখ পোড়ালি লোকসমাজে?
ভীড়ের মাঝে মিশতে গিয়ে,
হারিয়ে গেলাম তোকে নিয়ে।
তাতেও কি আর পেলাম ছাড়া?
এমনি তুই হতোচ্ছাড়া।


একবার তো লজ্জা পা,
নিয়মকানুন করিস নে গা?
লোকজন ত মানিস না,
নিজের জন্য লজ্জা পা না।
বোঝাতে গিএ ক্লান্ত আমি,
ভর করল কি পাগলামি?
লাজ লজ্জার বাঁধন ভুলে,
দিলাম আমার মনটা খুলে।
কলকাতার ওই ভীষন ভীড়ে,
আয় তোর সাথে হই একঘরে।
This was an attempt to describe memory,
last line is copied.

2 comments: