Monday, May 23, 2011

bristi

বৃষ্টির টিপ টিপ 
এঁকে নিল জলছবি 
চেনা পথ চেনা মোড়,
আর অচেনা কবি,

ভিজে যাওয়া  চিলেকোঠা
ভেজা মন আর ভেজা কাক
মনের ঘরে ইচ্ছে গুলো.
আবার কাকে দিচ্ছে ডাক .

শহর জুড়ে বৃষ্টি আসছে,
ভিজে যাক মনের ঘর ,
বৃষ্টি  আঁকে শরীরে
 শরীর খোঁজে অবসর . 

ভিজে যাচ্ছে দুটো মন
সব বাধা গুলো ভুলে,
ভিজে যাচ্ছে শরীর দুটোও 
বাঁধন গুলো খুলে.

No comments:

Post a Comment